আজ বারুইপুর এস পি অফিসে আয়োজিত হল  মহিলা ও শিশুদের সুরক্ষা বিষয়ে সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে একটি বিশেষ সেমিনার।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আজ বারুইপুর এস পি অফিসে আয়োজিত হল  মহিলা ও শিশুদের সুরক্ষা বিষয়ে সমস্ত স্টেকহোল্ডারসদের নিয়ে একটি বিশেষ সেমিনার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার মাননীয় এসপি শ্রীমতী পুষ্পা, আইপিএস, মাননীয় চেয়ারপার্সন পঃ বঃ শিশু অধিকার কমিশন শ্রীমতী অনন্যা চক্রবর্তী, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারপার্সন শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি টামটা, সংলাপ হোম-এর পিনাকী রঞ্জন সিনহা ও শ্রীমতী তপতী ভৌমিক, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার আধিকারিক জোসেফ ওয়েসলি ও সন্দীপ   ভৌমিক ।উপস্থিত ছিলেন পুলিশ জেলার প্রতিটি থানার থেকে একজন করে সাব-ইন্সপেক্টর এবং এলাকার এনজিও। উপস্থিত ছিলেন ডিসিপিও, ডিএলএসএ, এনজিও চেঞ্জ ইনিশিয়েটিভস, স্বয়ংসিদ্ধা এর শিক্ষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে তাঁর বক্তব্যে এসপি বারুইপুর বিশেষ ভাবে জোর দেন ট্রাফিকিং কে রোখা এবং পাচারের ঘটনায় সফলভাবে উদ্ধারকার্য চালানোর পরবর্তীতে সঠিকভাবে পুনর্বাসনের চেষ্টা করার উপর।অনুষ্ঠানে প্রত্যেকেই তুলে ধরেন শিশু ও মহিলাদের অধিকার এবং সুরক্ষার ব্যাপারে তাঁর তাঁর সংস্থার ভূমিকা। উপস্থিত সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রাফিকিং সমস্যাকে সমূলে বিনষ্ট করবার জন্য সকলেই জানান তাঁরা একান্ত আগ্রহী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =