আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ১৯,এপ্রিল :: আজ বিশ্ব ঐতিহ্য দিবস।
ইউনেস্কো ১৯৭২ সালে একটি প্রস্তাব অনুসারে সদস্য দেশগুলিতে বিশ্বজনীন মূল্য ও অসাধারণ আগ্রহ উদ্দীপক স্মৃতিসৌধ ও প্রাকৃতিক স্হান সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছিল।
এর প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মকে তাঁদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এই সকল অসাধারণ অমূল্য সম্পদের সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারে অংশগ্রহনে অনুপ্রাণিত করা, শুধু এর বিশাল সৌন্দর্য ও অনুভূতির গভীরতা উপলব্ধির জন্য নয়, এগুলি পরবর্তী প্রজন্মের কাছেও পৌছে দেওয়া।
কিন্তু কতখানি আমাদেের শহরের ঐতিহ্যের বস্তুগুলি সংরক্ষণ করতে পারছি সেই প্রশ্নই বারে বারে ফিরে আসছে। এই ঐতিহ্য অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে কনক্রিটের আক্রমণে আর নতুন শহর গড়ার কাজে।