নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২,জুন :: আজ বিশ্ব হিন্দু পরিষদের ২৪ ঘন্টা শিলিগুড়ি বন্ধ। মাটিগাড়ার একটি ঘটনাটাকে কেন্দ্র করে বনধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ।
সকাল থেকেই ছিল বনধের প্রভাব সাধারণ জীবনযাত্রায়। বিভিন্ন দোকান বাজারগুলিতে কার্যত ছিল ফাঁকা, কারণ সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল।
পাশাপাশি বিভিন্ন পাড়া গুলো যে রয়েছে সেখানেও কিন্তু বনধের প্রভাব পড়েছে। বেশিরভাগ দোকানে বন্ধ ছিল। সব মিলিয়ে এই বনধের প্রভাব প্রত্যক্ষভাবে পড়েছে। তবে এদিন ভেনাস মোড় এলাকায় বেশকিছু ব্যবসায়ী বনধের বিরোধিতা করেন। তারা প্রশ্ন করেন কেন দোকানপাট বন্ধ রাখা হবে?
দোকানপাট খোলার ব্যাপারে তারা জোরালো সাওয়াল করেন। তখনই পাশ দিয়ে যাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদের বনধের সমর্থনে মিছিল। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয় তবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসন উপস্থিত থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয় এদিন শহরজুড়ে।