নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ১৮,আগস্ট :: রবিবার মহা সমারোহে শিবনিবাসে পালিত হলো নদিয়ার ৭৮ তম স্বাধীনতা দিবস। সূত্রের খবর, ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত স্বাধীন হলেও নদীয়া জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং নদিয়ায় ১৪ই আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলন হয়।
কিন্তু সেই সময় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, নদীয়ার রাজ পরিবারের সদস্য সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাটকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করেন। আর এর পরই ১৮ই আগস্ট নদীয়ার রানাঘাট ও কৃষ্ণনগর ভারতের অন্তর্ভুক্ত হয়।
আর সেই দিনটিকে স্মরণ করে রবিবার মহা সমারোহে শিবনিবাসে স্বাধীনতা দিবস পালন করলো স্বাধীনতা দিবস উজ্জাপন কমিটি। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরে রানী মা অমৃতা রায় সহ বিএসএফ এর আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট মানুষজন।