আজ ভূদেব মুখোপাধ্যায়ের ১৯৮ তম জন্মবার্ষিকী পালন করা হলো চুঁচুড়ার বড়বাজারে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: ভূদেব মুখোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত, বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি ব্রিটিশ সরকারের অধীনে শিক্ষা প্রশাসনে কাজ শুরু করেন।

ভূদেব মুখোপাধ্যায় উনবিংশ শতকের বাঙালি পুনর্জাগরণের অন্যতম মুখ ছিলেন। যদিও তিনি সামাজিক সংস্কারে কিছু ক্ষেত্রে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, তবে শিক্ষা ও নৈতিকতা বিষয়ক চিন্তাধারায় তিনি উদার ছিলেন। তাঁর সাহিত্যকর্ম ও শিক্ষাব্যবস্থার উন্নয়নমূলক প্রচেষ্টা আজও স্মরণীয়।

আজ ভূদেব মুখোপাধ্যায়ের ১৯৮ তম জন্মবার্ষিকী পালন করা হলো। চুঁচুড়ার বড়বাজারের জ্যোতিষ চন্দ্র বালিকা বিদ্যালয়ের পাশে ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার জন্মবার্ষিকী পালন করা হয়।

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন ওয়ার্ডের জনপ্রতিনিধি মিতা চ্যাটার্জী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =