আজ মঙ্গলবার ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২৭,আগস্ট :: আজ মঙ্গলবার ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফোরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে।

                                                                         হাওড়ার পুলিশ কমিশনার :: নিজস্ব চিত্র 

এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে। আইজি র‍্যাঙ্কের চার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা এদিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন। জানা গেছে, এদিন ২,১০০ পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হচ্ছে। এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + ten =