নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লিলুয়া :: সোমবার ২৬,ফেব্রুয়ারি :: আজ মধ্যরাতে লিলুয়ার নতুন পল্লীতে একটি বাড়িতে আগুন লাগে আগুনের তীব্রতা এতই ছিল যে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে সম্পূর্ণ বর্ষীভূত হয়ে যায় বাড়িটি।
কিন্তু সেই সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন মা মেয়ে এবং মেয়ের জামাই মেয়েকে অর্ধ পেড়া অবস্থায় বাঁচানো গেলেও শাশুড়ি এবং জামাই কে বাঁচানো যায়নি ঘরের ভেতরেই দগ্ধ অবস্থায় পুড়ে ছাই হয়ে যায় দুজন দ্রুত তার সঙ্গে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং লিলুয়া থানার পুলিশ আধিকারিকারা।
পরবর্তীকালে সরোজমিনের তদন্ত করতে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং এসিপি নর্থ আব্দুল গাফফার। এবং ঘটনাস্থলে আসেন হাওড়া জেলার তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্রা।
হাওড়ার পুলিশ পুলিশ কমিশনার জানালেন আগামীকাল ফরেনসিক টিম আসার পরেই আগুন লাগার বিষয়টি সম্পূর্ণভাবে জানা যাবে আগামীকাল ফরেনসিক দল তদন্ত করতে আসবেন। মধুসূদন সানা জামাই,
মৃত শাশুড়ির নাম আঙ্গুরবালা দলুই, মেয়ের নাম কমলা সানা বেঁচে আছে হাওড়া হাসপাতালে ভর্তি, শরীরের আর্ধেক পুড়ে গেছে ।