নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১৮,আগস্ট :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোনে যোগাযোগ করেন। জানা গিয়েছে, এই ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
কূটনৈতিক সূত্রে খবর, বিশেষ করে ব্রিকস ও জি-২০ মঞ্চে দুই দেশের পারস্পরিক সমর্থন জোরদার করার বিষয়টিই প্রধান আলোচনায় উঠে আসে। পাশাপাশি বৈশ্বিক সংঘাত, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং শক্তি সরবরাহ নিয়েও কথাবার্তা হয়।
দুই দেশই ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের পক্ষ থেকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার বার্তাও দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই টেলিফোন সংলাপ ভারত-রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্কের প্রমাণ বহন করছে।