নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১১,আগস্ট :: আজ, ১১ আগস্ট ২০২৫, INDIA ব্লকের প্রায় ৩০০ জন সংসদ সদস্য দিল্লিতে পার্লামেন্টের মকর দ্বার থেকে নির্বাচন সদনের অফিসের দিকে একটি মিছিল শুরু করেন।
প্রতিবাদের মূল বিষয় ছিল— বিহারের নির্বাচনযোগ্য ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision বা SIR), যা বিরোধীরা ‘vote theft’ বা ভোট চোরাচালানের প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন ।
বিরোধীদের অভিযোগ ছিল, অত্যন্ত কঠোর ডকুমেন্টেশন চাহিদার কারণে—বিশেষত গরীব ও সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার হরণ করা হচ্ছে। তারা আধারের মতো পরিচয়পত্রগুলোকে গ্রহণযোগ্যতা থেকে বাদ দেয়াকে অসমতার উদাহরণ বলছেন ।
দিল্লি পুলিশ মিছিল আটকাতেই বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। ব্যারিকেডের মাথায় উঠে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ আরও কয়েকজন।
কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল, প্রিয়াংকা গান্ধি সহ কয়েকজন সাংসদকে আটক করে ভ্যানে তোলে দিল্লি পুলিশ। রাজপথে ধর্নায় বসে পড়েন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
বিক্ষোভ কর্মসূচি থেকে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) প্রত্যাহারের দাবি উঠে। ভোট চুরির ক্ষেত্রে বিজেপি-কমিশন যোগসাজশের অভিযোগে এদিন রাজধানীতে সরব হন কংগ্রেস, তৃণমূল, শিবসেনা (উদ্ধব), সমাজবাদী পার্টি, এনসিপি (শরদ)-র সাংসদরা।