সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২০,মে :: আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন ” উত্তরবঙ্গের দ্বিতীয় দিনের সফরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে প্রায় ২ লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিলাম।
তিনটি জেলার মোট ৩৬৫টি প্রকল্পের উদ্বোধন করলাম, যার মোট অর্থমূল্য ২৫০ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা। এরই সঙ্গে ১৩৪টি প্রকল্পের শিলান্যাস করা হল, যার অর্থমূল্য প্রায় ১৮৯ কোটি ৪২ লক্ষ ৫২ হাজার টাকা। বাংলার উন্নয়নের লক্ষ্যে মা-মাটি-মানুষের সরকার সদা জাগ্রত।বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কৃষকবন্ধু মৃত্যুকালীন সহায়তা, চোখের আলো প্রকল্প, যোগ্যশ্রী, ক্যাশ ক্রেডিট লোন (আনন্দধারা), সংখ্যালঘু ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়তার জন্য মেয়াদি ঋণ প্রদান, সবুজ সাথীর সাইকেল প্রদান, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, জমির পাট্টা প্রদান, ধামসা-মাদল বাদ্যযন্ত্র প্রদান একাধিক প্রকল্পের সরকারি পরিষেবা প্রদান করলাম।
শিলিগুড়ি মহকুমায় ২০টি প্রকল্প উদ্বোধন করলাম। যার অর্থমূল্য ৪৭ কোটি ৩০ লক্ষ টাকা। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল -বর্ধমান রোডের মানোন্নয়ন এবং সার্ভিস রোড নির্মাণ, ৯ কোটি ৮৮ লক্ষ টাকা। মাটিগাড়া ব্লকে ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ, ৭ কোটি ৪১ লক্ষ টাকা। মাটিগাড়া ব্লকে ৬টি, ফাঁসিদেওয়া ব্লকে ৫টি এবং নকশালবাড়ি ব্লকে ৩টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, ৬ কোটি ১ লক্ষ টাকা।
বিদ্যুৎ ভোল্টেজের মানোন্নয়ন করার জন্য শিলিগুড়িতে বিদ্যুৎ প্রকল্প, ৩ কোটি ৭৩ লক্ষ টাকা। তরাই চা-বাগানে পানীয় জল প্রকল্প, ৩ কোটি ৩৫ লক্ষ টাকা এছাড়াও, আরও কয়েকটি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, মাইনরিটি হস্টেল, মিনি মার্কেট, সৌরবিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প, চা-বাগানে ক্রেশ ইত্যাদি।