আজ শিলিগুড়ি পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীরা জল এবং আবর্জনা নিয়ে ঝড় তোলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ২৭শে,মার্চ :: আজ পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীরা জল এবং আবর্জনা নিয়ে ঝড় তোলেন।এগারো নং ওয়ার্ড কাউন্সিলার মঞ্জুশ্রী পাল জানান ক্ষমতায় এসে কোন কাজই করে উঠতে পারে নি তৃণমূল। মেয়র নিজেও কিছু করে উঠতে পারেন নি। মেয়র নিজে জানান আমরা বিরোধীদের বিরোধীতা মাথায় পেতে নিচ্ছি।

তবে তৃণমূল সরকার চেষ্টা করছে। মানুষের পাশে আছি আমরা।প্রতিটি ওয়ার্ডেই দুবার করে আবর্জনা পরিষ্কার করতে দেওয়া হচ্ছে।আর শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশন সর্বদাই মানুষের পাশে থাকছে।বিরোধীরা জানান কোন কাজই করছে না তৃণমূল। প্রতিটি ওয়ার্ডের বাসিন্দারা ক্ষুব্ধ এলাকার পরিষেবা নিয়ে। যত দিন যাচ্ছে ক্ষোভ বেড়েই চলেছে সাধারন মানুষের মনে।

যদিও বিরোধীদের যুক্তি মানতে নারাজ ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রকল্পের পরিষেবা শিলিগুড়ির মোট ৪৭টি ওয়ার্ডের বাসিন্দারাই পাচ্ছেন।যারা পাচ্ছেন না “দুয়ারে সরকারের”মাধ্যমে পাবেন অথবা পেয়ে যাবেন। এদিন বিরোধীদের মধ্যে সবচাইতে বেশী আক্রমণাত্মক ছিলেন সিপিএম কাউন্সিলারেরা। তারা তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গে থাকবে না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 9 =