নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: শুক্রবার ৮,মার্চ :: আজ শুক্রবার মহাশিবরাত্রি, হিন্দুধর্মের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দেবতা দেবাদিদেব মহাদেব বা শিবের ‘মহারাত্রি’,সেই উপলক্ষে আদি কাল থেকেই নারী পুরুষ পরিবারের মঙ্গলের জন্য এবং নিজেদের মনস্কামনায় উপবাসের মধ্যে দিয়ে শিবরাত্রির দিনে মহিলারা ব্রত পালন করে আসছেন ।
সেই উপলক্ষে এবছরও সারাদেশের সঙ্গে সঙ্গে শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে,যদিও শিবরাত্রি তিথি অনুযায়ী এ বছর রাত্রি ৭ টা ৫৬ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন বিকেল ৫ টা ৪৩ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে বলে জানান তারকেশ্বর পুরোহিত মন্ডলী সদস্য সায়ন গাঙ্গুলী ।
শিবরাত্রি উপলক্ষে বেলা ১১ টা থেকে রাত্তির ৮:৩০ পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং পরে বাবার সেবা পুজো হয়ে যাওয়ার পর রাত ১১ঃ০০ টা থেকে সারারাত মন্দির খোলা থাকবে বলে তিনি জানান ।