নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ৭,সেপ্টেম্বর :: আজ শুরু হওয়া এসএসসি’র প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় দেখা যায়। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতীকী চিত্র
শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং কেন্দ্রগুলিতে কড়া নজরদারি চালানো হয়। পরীক্ষার্থীদের প্রবেশের আগে যথাযথ চেকিং প্রক্রিয়াও সম্পন্ন হয়।
পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং সুষ্ঠু।