নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: সোমবার ২২,জুলাই :: লোকসভা নির্বাচন ও তার ফল প্রকাশ হয়ে যাবার পড়ে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বাদল অধিবেশনে। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। এদিকে, বর্ষাকালীন অধিবেশনের প্রথমদিনেই কেন্দ্রকে ‘অল-আউট’ আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা।
কানওয়ার যাত্রা থেকে শুরু করে নিট বিতর্ক, মণিপুর ইস্যু, রেলের নিরাপত্তা নিয়ে সুর চড়াবে বিরোধীরা, এমনটাই খবর। মঙ্গলবার সপ্তমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ তিনি দেশের অর্থনৈতিক সমীক্ষা সহ বেশ কয়েকটি বিল পেশ করবেন।
দুপুর আড়াইটে নাগাদ সংসদের লোকসভায় এই সমীক্ষা পেশ করা হবে। এতে দেশের আর্থিক বৃদ্ধি, জিডিপি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও বাজেট ঘাটতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। আবার এখাধিক অস্ত্র নিয়ে প্রস্তুত বিরোধীরাও। জমে উঠবে সংসদের বাদল অধিবেশন।