আজ সকালে এক মিনিট নীরবতা পালন করলেন মালদা‌ জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩,জানুয়ারী :: সকালটা শুরু করলেন অন্যভাবে। প্রত্যেকদিন বাড়ি বাড়ি খবরের কাগজ পৌছে দেন কিন্তু আজ সকালে এক মিনিট নীরবতা পালন করলেন মালদা‌ জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা। শুক্রবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকায় এই নীরবতা পালন করেন।

গতকাল মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে।

সেই মৃত্যুর কারণে আজ তারা কালো ব্যাচ পরে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন তারপর নিজ নিজ কাজে বেরিয়ে যান সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক‌ চন্দন বসাক সহ সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 5 =