নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১৪,অক্টোবর :: নিজেদের স্বর্গীয় পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্দেশ্যে তিল ও জল দান করা হয়। এই একটি দিনই হিন্দু শাস্ত্রমতে সমস্ত মানুষ যে যার নিজের নিকটস্থ জলাশয়ে তাদের উদ্দেশ্যে নিষ্ঠা ভরে শুদ্ধভাবে স্নান করে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের সাথে সাথে পূর্বপুরুষদের তিলজল অর্পণ করেন। এই ব্যবস্থাকেই বলা হয় তর্পণ।
এই মহালয়ার দিনে তর্পন কে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকম প্রশাসনিক ব্যবস্থা। গঙ্গাবক্ষে টহল দিচ্ছে রিজার্ভার ডিপার্টমেন্টের আধিকারিকেরা এবং প্রত্যেক গঙ্গার ঘাটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। যাতে তর্পণ করতে আসা পূর্ণার্থীরা যেন কোন অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে নবান্ন ও সমস্ত প্রশাসনীক বিভাগ থেকে।