আজ সকাল ১১ টা নাগাদ বামনহাট পেট্রোল পাম্পের সামনে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা|

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: মঙ্গলবার ১২,আগস্ট :: আজ সকাল ১১ টা নাগাদ বামনহাট পেট্রোল পাম্পের সামনে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা | ঘটনা প্রসঙ্গে জানা যায় চৌধুরীহাট থেকে একটি মোটর সাইকেলের চেপে দুই ব্যক্তি বামনহাট মুখে আসছিল। ওই সময় বামনহাটের দিক থেকে একটি অ্যাম্বুলেন্স চৌধুরীহাট মুখে যাচ্ছিল ।

অ্যাম্বুলেন্সের সামনে হঠাৎ দুটি ছাগল চলে আসায় এম্বুলেন্সটি রাস্তার ডানদিকে চেপে যায়, উল্টো দেখতে আসা মোটরসাইকেল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায় সেখান থেকে রাস্তাতে উঠতেই রাস্তার উপরে পড়ে যায় মোটরসাইকেল সহ দুই যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান সঙ্গে সঙ্গে তারা তাদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয়, তারা বলেন চালক সামান্য আঘাত পেলেও পেছনে থাকা ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। খবর করা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =