নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘি :: শুক্রবার ৪,জুলাই :: আজ স্বামী বিবেকানন্দের ১২৩ তম প্রয়াণ দিবস ।
প্রয়াণ দিবস উপলক্ষে আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাগরদিঘী মুক্ত মঞ্চের ভিতরে থাকা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ধুপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মাল্যদান করেন মাস্টার মশাই এবং সমাজকর্মী শ্রী বিপ্লব তালুকদার । মাল্যদান করেন সমাজ বন্ধু শ্রী শংকর রায় । উপস্থিত ছিলেন আরও সমাজকর্মী বন্ধুরা