আজ ২৭ তারিখ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আদালতে নির্দেশে সেখানে সভা করবেন। শুভেন্দু অধিকারী সভাকে ঘিরে আর বিরোধীতার পথে হাঁটেনি শাসক দল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: বারুইপুরে বিজেপির মিছিল ও জনসভার দিনে ১৯ মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু’টি পৃথক পথসভার আয়োজন করা হয়েছিল।আর সেই পথসভার মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে প্রবল বিক্ষোভ দেখানো হয়েছিল।

যে কারণে শুভেন্দু অধিকারী সেদিন সেই দলীয় কর্মসূচির স্থগিত করে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন ২৭ মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করবেন। যদিও সেই সভা করার অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ।শেষমেষ বিষয়টি গড়ায় হাইকোর্টে।

আদালতের শর্তসাপেক্ষে সভার অনুমতি মেলে।সেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই আসরে নেমে পড়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদার। জেলার অন্যান্য নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের উল্টোদিকে নির্দিষ্ট সভাস্থল ঘুরে দেখেন।

ঘোষণা করেন আজ ২৭ তারিখ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আদালতে নির্দেশে সেখানে সভা করবেন। শুভেন্দু অধিকারী সভাকে ঘিরে আর বিরোধীতার পথে হাঁটেনি শাসক দল তৃণমূল।

তৃণমূলের ব্লক সভাপতি তথা বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস জানিয়েছেন শুভেন্দু অধিকারী সভা প্রশাসনের বিরুদ্ধে।তাই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর কোন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেনা। যে কোন রাজনৈতিক দল তার অধিকার আছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =