আজ ৭ই জানুয়ারি নন্দীগ্রামে শহীদ স্মরণসভায় প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শিবির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বুধবার,০৭ জানুয়ারি :: রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দান আপাতত গরম। ভোটে নয়, শহীদ স্মরণে প্রতিদ্বন্দ্বিতা ভূমি আন্দোলনের আঁতুড় ঘর নন্দীগ্রামে।

২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ই জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙ্গাভেড়া ব্রিজের কাছে খেজুরীর দিক থেকে সিপিআইএমের হার্মাদদের গুলিতে নিহত হয় ভরত মন্ডল শেখ , শেখ সেলিম ,বিশ্বজিৎ মাইতি ।

তারপর থেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতিবছর ৭ ই জানুয়ারি ভোরে ভাঙ্গাভেড়ায় শহীদ স্মরণ করে তৃণমূল কংগ্রেস। ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল এবং বিজেপি দুই দল আলাদা আলাদাভাবে এই শহীদ স্মরণ সভা করছে।

তৃণমূল কংগ্রেস ভাঙ্গাভেড়া বাজারে এবং শুভেন্দু অধিকারী ভাঙ্গাভেড়া শহীদ মিনারে শহীদ স্মরণ সভা করে। সামনে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে তৃণমূল বিজেপি দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এদিন শুভেন্দু স্পষ্ট করে দেন, তিনি নিজেকে নন্দীগ্রামের ‘আত্মীয়’ মনে করেন।

তাঁর কথায়, “আমি বুদ্ধদেব ভট্টাচার্যের (নাম না করে) মত সবার মুখ্যমন্ত্রী চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে পারেননি। নন্দীগ্রামে রামমন্দির তৈরি হয়ে গেলে আমি এখানেই এসে থাকব।” নিজেকে আন্দোলনের নিঃস্বার্থ কর্মী দাবি করে তিনি বলেন, “শহীদ মিনারে রাত কাটিয়ে আমি কোনও লাভ ঘরে তুলিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =