সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: ২৯শে এপ্রিল :: আট মাস আগে ডায়মন্ডহারবারের দুটি পৃথক মন্দির থেকে চুরি হয়ে যায় বিগ্রহের গয়না ও কিছু নগদ টাকা। ঘটনাকে কেন্দ্র করে সেসময় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল । পাশাপাশি স্থানীয়রা থানাতে লিখিত অভিযোগও দায়ের করেছিল। চুরির অভিযোগ পাওয়ার পর ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ কোমর বেঁধে তদন্তে নামে ।
কিন্তু তদন্ত শুরু হলেও সেই ভাবে কিছু করতে পারছিলনা পুলিশ । অবশেষে দীর্ঘ আট মাস পর শেষমেশ সাফল্যের মুখ দেখে । কিনারা হয় চুরির ঘটনার । চুরির অভিযোগে আটজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া বিদ্রোহের গয়না। যার আনুমানিক বাজার মূল্য লক্ষ্যাধিক টাকা।
শনিবার ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী তিনি জানান , ডায়মন্ড হারবারে দুটি পৃথক মন্দিরে চুরির ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় । পাশাপাশি এসডিপিও মিতুন কুমার দে ও অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঠন করে তদন্ত চালিয়ে যাওয়া হয় । অবশেষে দীর্ঘ আটমাস পর সাফল্য মিলল।