আতসবাজি দিয়ে তৈরি করছেন দেবী দূর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতসবাজির কারুকার্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আতসবাজি দিয়ে তৈরি করছেন দেবী দূর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতসবাজির কারুকার্য। তুবড়ি, চরকি, রকেট, চকলেট বোমা ও নাগিন আতসবাজি সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে।

বাজির বারুদ বার করে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে। মালদহ শহরের হাটখোলা সার্বজনীন দুর্গাপূজোর মন্ডপে দেখা যাবে এই আতসবাজির দেবিদূর্গা।

শব্দ দূষণ নিয়ে সচেতন করতে শিল্পীর এমন ভাবনা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা ভাবনা। আতসবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সাথে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়ে থাকে।

শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এমন চিন্তা ভাবনা। থিমের নাম ‘নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা’। এই থিমের মাধ্যমে আতসবাজির ক্ষতির দিক গুলো তুলে ধরা হবে।

বাজি পটকা দূর্গা প্রতিমা তৈরির পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন দিক গুলো তুলে ধরা হবে মডেলের মধ্যে দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =