কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৩,জুন :: শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যু হয় ২৩ শে জুন ১৯৫৩। আর এই দিনটিকেই ভারতীয় জনতা পার্টি আত্ম বলিদান দিবস হিসেবে পালন করে থাকে। মানিকচকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয় আত্মকলিদান দিবস পালন করা হলো।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল,সুভাষ যাদব সহ অন্যান্য কার্যকর্তারা। প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে আজকের এই দিনটিকে পালন করা হয় মূল কার্যালয়ে।
এ প্রসঙ্গে গৌড়চন্দ্র মন্ডল জানান,শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহেরুর মন্ত্রী সভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে “নেহরু-লিয়াকত” চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আন্দোলনের পথ বেছে নেন।
তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসঙ্ঘ দল প্রতিষ্ঠা করেন। তিনি এক দেশ এক নিশান এক বিধান বার্তা দিয়ে যান এবং সেই পথেই যাত্রা শুরু করে দলীয় কার্যকর্তারা।
তার মৃত্যুর কারণ আজও পরিষ্কার নয়। তিনি যে দেশের জন্য আত্ম বলিদান দিয়েছেন তার জন্যই ভারতীয় জনতা পার্টি আজকের দিনটিকে আত্ম বলিদান দিবস হিসাবে পালন করে থাকে। আমরাও আমাদের দলীয় কার্যালয় আজকের এই দিনটিকে সশ্রদ্ধার সাথে পালন করলাম।