আত্মবিশ্বাসী শেফালির ভাগ্য জয় ! দেখিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়

সজল দাসগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ৩,নভেম্বর :: এভাবেও ফিরে আসা যায়! আত্মবিশ্বাসের উপর ভর দিয়ে শেফালী ভাগ্যকেও জয় করলেন। ২০২৫ মেয়েদের বিশ্বকাপের সবচেয়ে দামি ম্যাচে দামি ইনিংস খেললেন। তাঁর ৭৮ বলে ৮৭ রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে বড় স্কোর করতে সাহায্য করে।

তিনি কিন্তু বিশ্বকাপে শুরুতে ভারতীয় দলে ছিলেন না। একেবারে প্রায় অন্তিম লগ্নে বিকল্প খেলোয়াড় হিসেবে সুযোগ পান। হাতছাড়া করেননি সুযোগ,সেমিফাইনালে খুব একটা সুবিধা করতে পারেননি, তবে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৮৭ রানের ঝকঝকে ইনিংস।ফাইনালে ঝলসানো ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী বোলিং করে ২ টি উইকেট তুলে নেন। নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

২০২৫ বিশ্বকাপ শেফালির কাছে প্রত্যাবর্তনের বিশ্বকাপ। প্রথমে দলের সুযোগ না পেলেও পরবর্তীতে বিকল্প খেলোয়াড় হিসেবে সুযোগ পাওয়া শেফালির কাছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সুযোগ পেয়ে সুযোগ হাতছাড়া করেননি, দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন।

একে বিশ্বকাপের ফাইনাল,আবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা গ্রুপ পর্যায়ে ভারতকে পরাজিত করেছিল, আর তাদের সাথে ফাইনাল ম্যাচ, স্বাভাবিকভাবে চাপটা ছিল বেশি! তবে সমস্ত চাপ কাটিয়ে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করেছেন।

এই ইনিংস টি শেফালির ক্যারিয়ারে একটি মাইলফলক ইনিংস , অন্য সকল ইনিংস থেকে অনেক দামি। ফাইনাল ম্যাচের চাপের মুখে নার্ভ শক্ত করে অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন। গড়ে দিয়েছেন ভারতের জয়ের ভীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =