নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: বুধবার ২৭,আগস্ট :: অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সময় গ্রেপ্তার নাম- সুজন মিস্ত্রি , বাড়ি দক্ষিণ ২৪ পরগনা ।
পুলিশ সূত্রে খবর- গতকাল রাতে সুজন মিস্ত্রি অবৈধভাবে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের সীমান্ত তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় সেখানকার কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদ এর পর তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ সূত্রে জানা গেছে- সুজন মিস্ত্রি জানিয়েছে যে তার আত্মীয়-স্বজন সব বাংলাদেশে থাকে । সেইসব আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিল বাংলাদেশে । তখনই বিএসএফ তাকে আটকায় এবং পুলিশের হাতে তুলে দেয় ।