আত্রেয়ীর ড্যামের জলে তলিয়ে আবারও মৃত্যু বালুরঘাটে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ৭,মার্চ :: আত্রেয়ীর ড্যামের জলে তলিয়ে আবারও মৃত্যু বালুরঘাটে। নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় শহরের বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই পরিস্থিতি শহরের চকভৃগু এলাকায়।

পুলিশ জানিয়েছে ১৪ বছর বয়সী ওই স্কুল ছাত্রের নাম দীপতর্ক দেব। বাড়ি বালুরঘাট শহরের খাদিমপুর এলাকায়। জানা গেছে এদিন ওই স্কুল ছাত্র তার বেশ কয়েকজন বন্ধুদের নিয়ে আত্রেয়ীর ড্যামে যায়। সেখানে ঠান্ডা পানীয় খাবার পরেই স্নান করতে নামে তারা। মুহুর্তেই জলের স্রোতে তলিয়ে যায় দীপতর্ক।

ঘটনায় পিছলে পড়ে আহত হয় আরও দুই ছাত্র। এরপর স্থানীয়দের তৎপরতায় ওই স্কুল ছাত্রকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। তড়িঘড়ি বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনা জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েছেন মৃত ওই স্কুল ছাত্রের পরিবার। গত কয়েক মাস আগে ঠিক একইভাবে আত্রেয়ীর রিভার ড্যামে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল বালুরঘাটের ঘাটকালী এলাকার এক যুবক। এবারে স্কুল ছাত্রের এমন মৃত্যুতে যথেষ্টই আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। তবে বারবার পুলিশি নজরদারি এড়িয়ে কিভাবে আত্রেয়ীর রিভার ড্যামে স্নান করতে নামছে সাধারণ মানুষ তা নিয়েই উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =