নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: ৪,মে :: পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা এলাকায় বিজেপি নেতা, বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করা হয়েছিল। তারপরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আনা হয়েছিল।
তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্ত হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবার রাজ্য সরকারের হাসপাতালের উপর আস্থা না রেখে হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দেন। সেইমতো গতকাল থেকেই জেলা প্রশাসন মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করে।
বৃহস্পতিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মর্গ থেকে কলকাতার কমান্ড হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয় বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃতদেহ। কলকাতার কমান্ড হাসপাতালে ময়না তদন্ত হওয়ার পরে মৃতদেহ ময়নার বাড়িতে নিয়ে যাওয়া হবে বিকেলে। পরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ময়নাতে শুরু হবে মিছিল।