কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আদালতের নির্দেশ মেনে বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতশবাজি নিষ্ক্রিয় করলো পুরাতন মালদা থানার পুলিশ। শুক্রবার দুপুরে পুরাতন মালদা থানার পুলিশ সাহাপুরের শান্তিপুর নির্জন এলাকায় উদ্ধার হওয়া ওইসব নিষিদ্ধ আতশবাজি গুলি নিষ্ক্রিয় করে। জেলা বোম স্কোয়াড কর্মীদের সহযোগিতা নিয়ে এই কাজ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, বিগত দিনে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক করা হয়েছিল। যা সংশ্লিষ্ট থানায় মজুত রাখা হয়েছিল । পরবর্তীতে মালদা আদালতের কাছে এই আতশবাজি গুলি নিষ্ক্রিয় করার জন্য আবেদন জানানো হয়।
আদালতের নির্দেশ মেনে এদিন একটি নির্জন জায়গায় সেই আতশবাজি গুলি নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াডের কর্মীরা।