আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব বললেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: সন্দেশখালি কান্ডের আইনের উপর পূর্ণ আস্থা আছে আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশের পর ২৪ ঘণ্টার মধ্যে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত ও ভাটায় নটি সিসি ক্যামেরা বসানো হয়েছে ।

নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন ও রাতে। কারা আসছে কারা যাচ্ছে সেই নিয়ে পুরোটাই নজরদারিতে রয়েছে। পুলিশি নিরাপত্তা গঠন করা হয়েছে। তারপরে আজ আদালতের নজরদারিতে সিট গঠন করা হয়েছে যেখানে বলা হয়েছে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক তথা আই পি এস এর পদমর্যাদা পুলিশ আধিকারিক ও সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা আদালতের নজরদারিতেই তদন্ত   চলবে ।

আগামী ১২ ই ফেব্রুয়ারি মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এরপরেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেন রেশন দুর্নীতি কাণ্ডে বলা হচ্ছে শেখ শাহাজানের নাম উঠে আসছে।ভাই দোষী সাব্যস্ত হলে আদালত যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। আমাদের পূর্ণ ভরসা রয়েছে আদালতের সিদ্ধান্তর ওপর । আমরা মান্যতা দিই আইনের উর্ধ্বে কেউ নয়, আইন আইনের পথে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =