নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: আদালতে তোলার সময় বিজেপি চটি হাতে হাজির , প্রাক্তন তৃণমুল কাউন্সিলরকে চটি দেখালো বিজেপি কর্মীরা । মিছিল করে এসে চোর মানস রায় স্লোগান দিল [
যদিও রাজ্য এখন তোলপাড় দিবেন্দু অধিকারীর নাম শিক্ষক নিয়োগ সুপারিশ কান্ডে উঠে আসায় আর তাই নিয়েও বিজেপি অন্দর মহলে লেগেছে গোষ্ঠীদ্বন্দ্ব ] ।
পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে আজকে প্রাক্তন তৃণমুল কাউন্সিলরকে আদালতের তোলার সময় কিভাবে গাড়ির এত সামনে বিজেপির মিছিল চলে আসে এবং গাড়ি থেকে নামানোর সময় খুব কাছেই একজন মহিলা চটি হাতে উদ্যত ছিল ।
আজ দুর্গাপুর আদালত সরগরম ছিল প্রাক্তন কাউন্সিলর মানস রায়কে আদালতে তোলার সময় ।