নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বুধবার ২৯,অক্টোবর :: বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযুক্ত মনোজ কুমার পাল বীরভূম জেলার রামপুরহাটের বারোমেসিয়া শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক। অভিযোগ, ওই স্কুলের সপ্তম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ ও খুন করেছিলেন তিনি।
আদালতে তোলার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্ত মনোজ কুমার পাল দাবি করেন — তিনি সম্পূর্ণ নির্দোষ। উল্লেখ্য, গ্রেফতারের মাত্র দশ দিনের মধ্যেই, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছিল। সেই মামলার চার্জ গঠনের শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, আদিবাসী সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন — “যত দ্রুত সম্ভব ওই শিক্ষকের ফাঁসি দেওয়া হোক।”ঘটনাকে ঘিরে রামপুরহাট সহ গোটা বীরভূম জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

