নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: পাঁচ দফা দাবিতে ইসলামপুর বিডিও অফিসের সামনে ধর্না প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয় আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর বিডিও অফিসের সামনে জমায়েত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সেখানে তারা পাঁচ দফা দাবিতে ধর্না প্রদর্শন শুরু করে।
সংগঠনের তরফে জানা গিয়েছে, আদিবাসীদের স্ব-শাসন ব্যবস্থা সুধার করে অবিলম্বে গনতন্ত্র আর সংবিধান কানুন লাগু করতে হবে, আদিবাসী ভাষা স্বীকৃতি দিতে হবে, সারনা ধরম কোড মান্যতা দিতে হবে। মোট পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ ধর্না প্রদর্শন চলার পর ইসলামপুরের বিডিওর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।