আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২২,সেপ্টেম্বর :: পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শ্লীলতাহানি , ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান ও জেডিপি।

সোমবার দুপুর প্রায় দু’টো নাগাদ সংগঠনের নেতা-নেত্রী ও কর্মীরা মিছিল করে এসে মালদা থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়, তারপর নির্মমভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়।

এখনও পর্যন্ত ওই নাবালিকার দেহ সঠিকভাবে উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তবে দুর্গাপুজোর পরেই ‘বাংলা বন্ধের’ ডাক দেওয়া হবে।

এদিন মালদা থানার আইসির হাতে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা মোহন হাসদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =