নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: বর্ধমানে চলা আদিবাসী নেতা তথা প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু-র নেতৃত্বাধীন অনশন পঞ্চম দিনে পড়ল। চার দিন ধরে অনশন চলার ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।
জানা গিয়েছে, মাঝেমধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতির দিকে নজর রেখে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা চালাচ্ছেন।
অনশন মঞ্চে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি অনশনরত দেবুডুর সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন। পাশাপাশি মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন,“SIR ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অধীন নির্বাচন কমিশন গোটা দেশের আদিবাসী সমাজের উপর অযথা হয়রানি নামিয়ে এনেছে।
বিভিন্ন নোটিস ও ইস্যু জারি করে শুনানির নামে চাপ সৃষ্টি করা হচ্ছে”। স্বপন দেবনাথ আরও বলেন, এই ধরনের পদক্ষেপের প্রতিবাদেই দেবু টুডুর নেতৃত্বে এই অনশন কর্মসূচি চলছে। আদিবাসী সমাজের ন্যায্য দাবিগুলিকে অবিলম্বে মান্যতা দেওয়ার দাবি জানান তিনি।

