কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে ঘরছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে। আর এই ঘটনায় জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছোট গোবিন্দপুর এলাকায়।
পাশাপাশি জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা সুগি মুর্মু (৫০) তাকে স্থানীয় অভিযুক্ত দুই যুবক মারাংময় মুর্মু ও রবি মুর্মু প্রতিনিয়ত মিথ্যে অপবাদ দিয়ে ডাইনি সন্দেহে বেধড়কভাবে মারধর করে এমনকি গ্রাম থেকে ঘর ছাড়া করে দেয় বলে অভিযোগ। এদিকে অভিযোগকারী জানিয়েছেন, প্রায় কয়েক মাস ধরেই অভিযুক্ত দুই যুবক তার ওপর সন্দেহ করতো এবং নানা ওছিলায় তাকে অত্যাচার করত বলে অভিযোগ।
এমনকি বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে প্রকাশ্যে দিবালকে বেধড়কভাবে মারধর ও অত্যাচার সহ ঘরে তালা বন্ধ করে রাখার অভিযোগ দুই অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে। অন্যদিকে নির্যাতিতার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে বলে অভিযোগ।
প্রসঙ্গত, জানা গিয়েছে অভিযুক্ত দুই যুবকের মা হঠাৎ অসুস্থতার কারণে মারা যায়। যার ফলে তারা গ্রামের এক মহিলাকে ডাইনি সন্দেহ করে বলে অভিযোগ। এরপরেই ওই মহিলাকে নানান দিক থেকে নারী নির্যাতন করতে থাকে বলে অভিযোগ।
পাশাপাশি, নির্যাতিতা মহিলা সহ তার মেয়ে ন্যায় বিচারের দাবিতে মালদা থানায় দারস্ত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছেন মালদা থানার পুলিশ তবে মূল অভিযুক্ত দুই যুবক পলাতক। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছেন মালদা থানার পুলিশ।