আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক অসুস্থ যুবককে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক অসুস্থ যুবককে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের দেবশালা এলাকায়।

ভিডিওটি পোস্ট করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখেন, “পথশ্রীর অজানা কথা — ফিরিস্তি শুনে ক্লান্ত! আলপথ ধরে খাটিয়ায় করে রোগী নিয়ে যেতে হয় আউসগ্রামের আমানিডাঙা গ্রামের মানুষকে।

আদিবাসীদের সামাজিক উন্নয়নে মোদীজি হাজার হাজার কোটি টাকা পাঠান, কিন্তু রাজ্যের সরকার কানাকড়িও খরচ করে না। এরই প্রমাণ এই ঘটনা”। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে অসুস্থ যুবক বুধি মুর্মুকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশে”।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন গ্রামবাসী মশাল হাতে কাঁচা পথ ধরে খাটিয়ায় শুইয়ে অসুস্থ যুবক বুদ্ধ মুর্মু- কে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + five =