নিজস্ব সংবাদদাতা :: বালুরঘাট :: সংবাদ প্রবাহ :: সোমবার ২২,মে :: আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টা বন্ধে কার্যত শুনশান দক্ষিণ দিনাজপুর। সোমবার সকাল থেকে বন্ধের সমর্থনে তীর ধনুক হাতে নিয়ে রাস্তায় নামতে দেখা যায় আদিবাসী মহিলাদের। সশস্ত্র অবস্থায় পিকেটিং করতে দেখা যায় আদিবাসী পুরুষদেরও।
যার জেরে কার্যত শুনসান পরিস্থিতি গোটা দক্ষিণ দিনাজপুরে। সকাল থেকে পুলিশের উপস্থিতিতে দু একটি সরকারি বাস বের করবার চেষ্টা হলেও আদিবাসী মহিলাদের পিকেটিং এর জেরে তাও কার্যত বন্ধ হয়ে যায়। আর এর জেরে সপ্তাহের প্রথম দিনেই বাড়ি থেকে বের হয়ে সমস্যায় পড়েন কিছু সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, কুর্মি মাহাতোদের এসটি স্বীকৃতি দেবার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
যা প্রকৃত আদিবাসীদের গলা টিপে মারার চেষ্টা। এছাড়াও দণ্ডি কাটা কাণ্ডে মূল অভিযুক্ত কে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। যার প্রতিবাদেই এদিন রাজ্য জুড়ে আন্দোলনের ডাক।