কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৫,নভেম্বর :: গৌড়ষন্ড আদিবাসী সিধু-কানু স্মৃতি সংঘের উদ্যোগে আদিবাসী ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন। শুক্রবার চাচোলের গৌড়ষন্ড এলাকায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে ১৪৯ তম জন্মদিবস পালন করা হয়।
মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলার বিশিষ্ট সমাজ সেবি তথা যুবনেতা সৌমিত্র সরকার, চাচোল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, বিডিও শান্তনু চক্রবর্তী, ক্লাব সভাপতি উদয় ওরাও, সম্পাদক গোপীনাথ হাসদা, চাচোল যুব নেতা জয়দেব ঘোষ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
জন্ম জয়ন্তী উপলক্ষে আদিবাসী সম্প্রদায় মানুষরা নাচ গানের মধ্য দিয়ে দিনটিকে আনন্দ উপভোগ করেন পাশাপাশি বিশেষ দিন হিসেবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।