নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বুধবার ২৯,অক্টোবর :: হুগলি: জগদ্ধাত্রী পূজা উদ্বোধনে চন্দননগরে এসে উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চন্দননগরের আদি হালদার পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজায় উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পুজো উদ্বোধনের পাশাপাশি সকল পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা ও রাজ্যে এস আই আর এর পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল।-+
রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, গোটা দেশের মধ্যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তিনি মা জগদ্ধাত্রীদের কাছে প্রার্থনা করেছেন যাতে বাংলার সকল মানুষ শান্তি ও সুরক্ষায় বসবাস করতে পারে।
দেবী জগদ্ধাত্রী তিনি গোটা জগতকে ধারণ করে আছেন, মহিলা শক্তির অন্যতম প্রতীক দেবী জগদ্ধাত্রী। রাজ্যপাল বলেন , বেদ উপনিষদ সমস্ত জায়গায় লেখা রয়েছে মহিলাদের পুজো করার কথা। মহিলারাই দেশের শক্তি।
তাই মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ করে বাংলার মহিলাদের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন রাজনৈতিক দল সিভিল সোসাইটি এমনকি সংবাদ মাধ্যম সকলকে একসঙ্গে এগিয়ে আসা উচিত । যাতে মহিলা সুরক্ষা বাড়ে বিশেষ করে বাচ্চা মেয়েদের সুরক্ষা যাতে বাড়ে।
এস আই আর প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এস আই আর হল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি করা হচ্ছে যাতে দেশজুড়ে সঠিক এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা যায়। গণতন্ত্রে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মতামত থাকবে।
তবে রাজ্যপাল মনে করেন এস আই আর এর মধ্যে কোন গাফিলতি নেই এবং এটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বাংলার এস আই আর এর মধ্যে কোন ধরনের অসুবিধা হবে না এমনটা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

