আনন্দধারা কর্মসূচি, এই কর্মসূচি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, WBCADC, এবং ধীশারি ফারমার্স প্রডিউসার কোম্পানির যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ৩০,জুন :: গত একমাস যাব দিনহাটা দুই নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত হয়েছিল আনন্দধারা কর্মসূচি, এই কর্মসূচি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র, WBCADC, এবং ধীশারি ফারমার্স প্রডিউসার কোম্পানির যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কৃষকদের আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া, যাতে তাঁরা ফসলের উৎপাদন বৃদ্ধি করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। অবশেষে আজ এক মাস পর এই কর্মসূচি সমাপ্ত হলো।

এই বিষয়ে ধীশারি ফারমার্স প্রডিউসার কোম্পানির ডিরেক্টর মোজাহিদ হোসেন জানান এক মাস যাবত প্রায় ৭০০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে,

আরো বলেন শুধু প্রশিক্ষণ নয় সেই সঙ্গে বিনামূল্যে ধানের বীজ, গাছের চারা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বলেন আগামীতেও এই ধরনের কর্মসূচি এলাকায় করার আশা রাখছি।

মোজাহিদ বাবু জানান এই ধরনের কর্মসূচিতে আমাদের মতন সীমান্তবর্তী এলাকার কৃষকদের উন্নত চাষ পদ্ধতি এবং উৎপাদিত ফসলের সঠিক মূল্য নির্ধারণে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 6 =