নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: শুক্রবার ৩০,জানুয়ারি :: নরেন্দ্রপুরের আনন্দপুর–নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে গতি বাড়াল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী।
এর আগে ডেকরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। ধৃত দু’জনকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
অন্যদিকে, ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে আজ প্রতিবাদ মিছিল ও থানায় ডেপুটেশনের কর্মসূচি রয়েছে। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সকাল ১১টায় ঢালাই ব্রিজে জমায়েতের ডাক দেওয়া হয়েছে, সাড়ে বারোটার মধ্যে শুভেন্দু অধিকারীর পৌঁছনোর কথা।
সেখান থেকে কামালগাজি মোড় হয়ে থানায় ডেপুটেশন দেওয়া হবে।
রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ সরানোর সময় উদ্ধার হয়েছে আরও চারটি দগ্ধ দেহ। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। বুধবার রাত পর্যন্ত এই সংখ্যা ছিল ২১। দেহাবশেষ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করা কঠিন।
ইতিমধ্যেই ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং নিখোঁজদের পরিবার থেকে সংগ্রহ করা হয়েছে ৩২টি ডিএনএ নমুনা। স্বজনহারাদের কান্নায় এখনও শোকস্তব্ধ গোটা এলাকা।

