নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: শুক্রবার ৩০,জানুয়ারি :: কলকাতা হাইকোর্টের নির্দেশ মত আজ সকাল ১১টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত কর্মসূচি করা যাবে। গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল শুরু করে বিজেপি। সর্বোচ্চ ২ হাজার জন এই মিছিলে অংশ নিতে পারবেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনও উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। এলাকায় যানজট যাতে না হয়, সেদিকে নজর রাখবে পুলিশ-প্রশাসন। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর স্থানীয় থানায় জমা দিতে হবে।
৫ জনের প্রতিনিধি দল নরেন্দ্রপুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন। এই নির্দেশ মেনেই দুপুর সাড়ে ১১ টা থেকে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে একের পর এক প্রতিবাদ মিছিল কিন্তু থানা কর্মসূচির মধ্যে এগিয়ে আসছে |

