সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: আনিস খান খুনের ঘটনায় সোস্যাল মিডিয়ায় পোস্ট। ঘটনায় আটক এস এফ আই কর্মী অভিজিৎ ঘোষ। সোনারপুর থানার পুলিশ আটক করে তাঁকে। এবার সেই ঘটনায় বামপন্থী ছাত্র ছাত্রীরা সোনারপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করল সোমবার সন্ধ্যায়। ছাত্র আন্দোলনকে কোন ভাবে দমানো যাবে না বলে এদিন বিক্ষোভকারি ছাত্র ছাত্রীরা আওয়াজ তোলে।
পাশাপাশি আনিস খানের খুনিদের উপযুক্ত শাস্তির দাবি জানান বিক্ষোভকারিরা। বেশ কিচ্ছুক্ষণ আটক রাখার পর এসএফআই কর্মীকে ছেড়ে দিয়েছে সোনারপুর থানার পুলিশ। বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় অভিজিৎ। তাঁকে ও তাঁর মাকে হেনস্থা করা হয়েছে বলে জানায় সে। অভিজিৎ সোনারপুর বোসপুকুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।।
উল্লেখ্য ঐ ছাত্র নেতা সোনারপুর দক্ষিণের বিধায়িকা ও তাঁর স্বামীর ছবি ক্লোলাজ করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন, আমাদের ভুলে গেলে চলবে না, ছাত্র নেতা আনিস খান খুনে অভিযুক্ত হাওড়া পুলিশের গ্রামীণ জেলা এসপি কিন্তু সোনারপুরের তৃণমূল এমএলএ লাভলী মৈত্রের স্বামী।।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন দক্ষিণ ২৪ পরগণা সিপিআইএম জেলা সম্পাদক শমীক লাহিড়ী। কোন আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইসির অপসারণের দাবি জানিয়েছেন তিনি।।