আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার উদ্বোধন হলেও মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও তীর্থযাত্রীদের সেইরূপ দেখা নেই বললেই চলে।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার উদ্বোধন হলেও মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও তীর্থযাত্রীদের সেইরূপ দেখা নেই বললেই চলে।তাই চিন্তার ভাঁজ পড়েছে গাড়ি চালক , স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধু-সন্তদের কপালে। অন্যান্য বছর উদ্বোধনের পর ঠিক এমনই সময়ে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী ভিড় এড়াতে পুণ্যস্নান ও মহামানব কপিলমুনির মন্দিরে পুজো দিতে ভিড় জমায় গঙ্গাসাগরের মেলায়।কিন্তু অন্যান্য বছরে যেমনি তীর্থযাত্রীদের দেখা যায় ঠিক তেমনি তীর্থযাত্রীদের দেখা যাচ্ছেনা এবছর । এই সময় পুণ্যার্থীদের থেকে একটা বড় আয় হয় সাগরের গাড়ি চালক থেকে শুরু করে মেলার দোকানদার এমনকি মেলায় আসা সাধু-সন্তদের । তাই এখন থেকে চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে ।আদৌ কি এবছর গঙ্গাসাগরের তীর্থযাত্রীরা আসবে অন্যান্য বছরের মতো , এই একটাই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সাধু-সন্ত থেকে , গাড়ি চালক ও স্থানীয় ব্যবসায়ী মহলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twenty =