নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: আন্তঃরাজ্য নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অভিযুক্তদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপারের দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ।
গলসি থানা এলাকা থেকে এক নাবালিকাকে রাজস্থানে পাচার করে দেওয়ার ঘটনায় এই ব্যক্তিরা জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২৪ সালে নভেম্বর মাসে পূর্ব বর্ধমানের গলসি থানা এলাকা থেকে এক নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ মেলে। গত ডিসেম্বর মাসে জেলা পুলিশ রাজস্থানের একটি জায়গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে।
এই ঘটনায় রাজস্থানের পোশালিয়া গ্রাম থেকে রমেশ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এরপর রমেশকে হেপাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে তিনজনের নাম জানতে পারে পুলিশ। তাদের মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রমেশ মিনা ও রহিম শেখ ওরফে খোকন। অন্যজনের খোঁজ চলছে।
রাজস্থান থেকে গ্রেফতার রমেশ কুমারকে মোট টাকার বিনিময়ে ওই নাবালিকাকে হস্তান্তর করে রমেশ মিনা ও খোকন। রমেশ কুমারের সঙ্গে তাদের প্রায় ২ লক্ষ ১০ হাজার রফা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। রমেশ নাবালিকাকে নিয়ে রাজস্থান চলে যায়। সেখানেই নাবালিকাকে আটকে রেখেছিল রমেশ।