কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আন্তঃরাজ্য বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারকারীকে আটক করল এস টি এফ। বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা ওই অস্ত্র পাচারকারী। সোমবার রাতে ডাউন কাঠিয়ার এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার সময় কালিয়াচক থানার খালতিপুর ষ্টেশনে ওই দুষ্কৃতীকে আটক করে স্পেশাল টাস্কফোর্স এর অফিসারেরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপগান। তাকে জিজ্ঞাসাবাদ করে কালিয়াচকের এক দুষ্কৃতী কে চিহ্নিত করেছে পুলিশ।মালদা জিআরপি বেআইনি অস্ত্র নিয়ে ট্রেনে যাত্রা করার অভিযোগে মামলা রুজু করেছে।পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের বাসিন্দা আগ্নেয়াস্ত্রগুলি কালিয়াচকের কারো কাছে বিক্রির উদ্দেশ্যে ট্রেনে চেপে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্কফোর্স এর অফিসারেরা ওই ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীর নাম ফয়জুল মোহাম্মদ (৩৮)। বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। মঙ্গলবার ধৃত অস্ত্র পাচারকারীকে আদালতে পেশ করে জিআরপি।তারা ঘটনার তদন্ত শুরু করেছে।