নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৪ই, এপ্রিল :: আন্ত:রাজ্য গাঁজা পাচারের গ্যাং এবার গোয়েন্দা পুলিশের জালে। হাওড়ার লিলুয়ার কোনা হাইরোডে সিআইডি’র নার্কোটিক বিভাগের জালে ধরা পড়ে আন্তঃরাজ্য ওই গাঁজা পাচারকারী গ্যাং। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে লিলুয়ার কোনা হাইরোডের ধারে একটি গোডাউনে লিলুয়া থানাকে সঙ্গে নিয়ে হানা দেন সিআইডির আধিকারিকরা।
হাতেনাতে ধরা পড়ে ওই গ্যাংটি। এক দুষ্কৃতী পালিয়ে গোডাউনের পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেয়। সেখান থেকেই সিআইডি অফিসারেরা গোডাউনের মালিক সহ ওড়িশার তিন বাসিন্দাকে গ্রেফতার করেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। জানা গেছে, ওড়িশার গঞ্জাম জেলা থেকে আনা হতো গাঁজা। এখানেই প্যাকিং করে হাইওয়েকে ব্যবহার করে বিভিন্ন জেলায় ও রাজ্যে গাঁজা পাচার করা হতো।
আরও অভিযোগ, বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে চক্রের মূল পান্ডা এই গোডাউন ও সংলগ্ন বাড়ি কিনেছিলেন। গোডাউন থেকে দুটি বিলাসবহুল চার চাকা গাড়ি ও তিনটি বাইক উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে গাঁজা মাপার যন্ত্র ও প্যাকেজিং এর বিভিন্ন প্রকার সরঞ্জামও। ঘটনার তদন্ত চলছে।