সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৬,ডিসেম্বর :: চা প্রেমীদের দিন, আজকের এই দিনটি আন্তর্জাতিক ভাবে চা দিবস হিসেবে পালিত হয়। চা প্রেমীদের কাছে চায়ের বিকল্প আর অন্য কিছু হতে পারে না। সুখ-দুঃখের বিভিন্ন অনুভূতির সঙ্গে চায়ের গভীর সম্পর্ক। নির্ভেজাল আড্ডায় চা হলো সব থেকে বড় রসদ, মাথা ব্যথা কমানোর জন্য চা হলো সেরা ওষুধ। মুড অফকে মুড অন করতে চায়ের জুড়ি মেলা ভার।

দার্জিলিংয়ের চা স্বাদ ও সুগন্ধের জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত। প্রচুর পর্যটক দার্জিলিং এ এসে থাকেন শুধুমাত্র দার্জিলিং চায়ের স্বাদ উপভোগ করবার জন্য। চায়ের উষ্ণতার সাথে পাহাড় উপভোগ করতে পর্যটকদের ভালো লাগে। দার্জিলিং এর রাস্তার অলিতে গলিতে চায়ের দোকান, হাতে চায়ের পেয়ালা নিয়ে জমাটি আড্ডায় মেতে ওঠেন পর্যটকরা।
