নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বুধবার ২৫,ডিসেম্বর :: আন্তর্জাতিক বোলপুর শহরে এবারে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটোও। সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছাতে পারবেন সকলে। তেমনই এতে উন্নত হবে বোলপুর-শান্তিনিকেতনের পরিবহন ব্যবস্থাও। আর এই অ্যাপের মাধ্যমেই এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলেই জানা যায়।
অ্যাপ ক্যাবের মতই ফোন থেকে বুকিং করা যাবে এই টোটোর। যাঁরা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তাঁরা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন। কলকাতা বা বড় শহরের রাস্তায় চলা ‘ওলা’, ‘উবের’-র মতো অ্যাপের সাথে পরিচিত নন, এমন মানুষ পাওয়া এখন দুষ্কর।
আর এই “টোটো ওয়ালা ” অ্যাপের মাধ্যমে ‘টোটো’র বুকিং, দূর-দূরান্তের দেশ-বিদেশের পর্যটকদের জন্য বিশেষ সুবিধার পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনার উদ্যোক্তা বিশ্বভারতী প্রাক্তন পড়ুয়ারা ।
বর্তমানে বোলপুরে টোটোর সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। ফলে দিন দিন বাড়ছে যানজট। যা নিয়েও সাধারণ মানুষকে প্রতিমুহূর্তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিন্তু তাঁর থেকেও বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি।
প্রথমদিকে টোটো ইউনিয়ন বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী একটি রেট তালিকা তৈরি করে। পরে তা বোলপুর পুরসভা ও পুলিস প্রশাসনের অনুমতি নিয়ে তা কার্যকরও করা হয়। কিন্তু বর্তমানে সেই রেট তালিকা না মেনে বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের।