সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: ছাত্র-অভিভাবক-শিক্ষক সহ সকল স্তরের মানুষের আন্দোলনের চাপে রাজ্য সরকার বাধ্য হয়েছে অষ্টম শ্রেণী থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে । এই সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের জয়। মঙ্গলবার ১ ফেব্রুয়ারি এআইডিএসও ‘র দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে শিক্ষা আন্দোলনের জয়ে জন্য অভিন্দন জানিয়ে এবার প্রথম শ্রেণী থেকে স্কুল খোলার দাবিতে ও জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে মিছিল, সভা ও বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয় জেলা জুড়ে ।রাধাকান্তপুর থেকে সাইকেল মিছিল শুরু হয় কাশিনগর হয়ে রায়দিঘিতে শেষ হয়।বিজয়গঞ্জ বাজার থেকে সাইকেল মিছিল শুরু হয় মন্দির বাজার বিধানসভা এলাকায় বিভিন্ন অঞ্চল ঘুরে ধনুরহাট নেতাজী মূর্তির পাদদেশে শেষ হয় । কাকদ্বীপ, ক্যানিং, রায়দিঘি, জামতলাতে বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয়। এআইডিএসও র জেলা সম্পাদক অরবিন্দ প্রামাণিক জানান আন্দোলনের চাপে পরে রাজ্য সরকারের দ্বাদশ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের জয়।
সর্বস্তরের মানুষকে সংগ্রামী অভিন্দন। প্রথম শ্রেণী থেকে স্কুল না খোলা পর্যন্ত তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। রাজ্য সরকার পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের নামে বুনিয়াদি শিক্ষা ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করে সর্বস্তরের মানুষকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।